Education Management Information System (EMIS) বা IMS বার্ষিক জরিপ ২০২১ চলমান রয়েছে। ১৫ ফেব্রুয়ারি ২০২২ অনলাইনে ডাটা এন্ট্রির শেষ তারিখ থাকলেও সার্ভার সমস্যা, আইডি/পাসওয়ার্ড হারিইয়ে ফেলাসহ নানাবিধ সমস্যা বিবেচনায় সকলের সুবিধার্থে ১০ মার্চ ২০২২ পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে। এ সংক্রান্ত চিঠি দেখুন-

সম্পূর্ণ নতুন সফটওয়্যারে ডাটা এন্ট্রি করতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকেই তথ্য সংগ্রহের জন্য ব্ল্যাংক বা নমুনা ফরম পেলে সুবিধা হবে জানিয়েছেন। আপনাদের জন্য সম্পূর্ণ ফরম বিনামূল্যে এখানে দেয়া হল। ফ্রি ভার্সন দিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন বলে মনে হচ্ছে।
IMS Data Entry Form নমুনা দেখুন-
ফ্রি ভার্সন দিয়ে যারা কাজ করতে ইচ্ছুক নন অথবা ওয়েবসাইট/সফটওয়্যারের সাথে মিল রেখে আলাদা আলাদা ভাবে ফরম পেতে চান তারা নামমাত্র সম্মানী দিয়ে পেইড ভার্সন নিতে পারেন।
পেইড ভার্সন-১ : জলছাপ ছাড়া পিডিএফ ফরম পাবেন মাত্র ১০০ টাকায়।
পেইড ভার্সন-১ : এডিটেবল ওয়ার্ড ফাইল পাবেন মাত্র ২০০ টাকায়।
ফাইলগুলো পেতে 01819349159 (Personal) এই নাম্বারে বিকাশ/রকেট/নগদ এ সেন্ড মানি করুন আর WhatsApp এ আপনার পেমেন্ট তথ্য এবং Gmail ID দিন। অল্পসময়ের মধ্যে মেইলে আপনার কাংখিত ফাইল পেয়ে যাবেন।