Home / পরীক্ষা / ৮-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ল্যাপটপ জেতার সুযোগ !

৮-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ল্যাপটপ জেতার সুযোগ !

শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ৮-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ল্যাপটপ জেতার সুযোগ করে দিয়েছে কুইজ আয়োজন কর্তৃপক্ষ।

শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২১

যারা অংশগ্রহণ করতে পারবে:

    গ্রুপ ক: ৮-১২ বছর
    গ্রুপ খ: ১৩-১৮ বছর

নিবন্ধন:

০৩ অক্টোবর থেকে ১১ অক্টোবর, ২০২১, রাত ১২টা পর্যন্ত অনলাইনে (quiz.sheikhrussel.gov.bd) নিবন্ধন করা যাবে।

গ্রুপ ক রেজিস্ট্রেশন (৮-১২ বছর) করতে এখানে ক্লিক করুন।

গ্রুপ খ রেজিস্ট্রেশন (১৩-১৮ বছর) করতে এখানে ক্লিক করুন।

অনলাইন প্রতিযোগিতা:

গ্রুপ ক:: ৮-১২ বছর
   ১২ অক্টোবর ২০২১, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট।
গ্রুপ খ:: ১৩-১৮ বছর
   ১৩ অক্টোবর ২০২১, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট।

পুরস্কার:

গ্রুপ ক: ৮-১২ বছর
   ৫টি ল্যাপটপ (কোর আই ৭, ১১ জেনারেশন)
গ্রুপ খ:: ১৩-১৮ বছর
   ৫টি ল্যাপটপ (কোর আই ৭, ১১ জেনারেশন)

  • কুইজ প্রতিযোগিতাটি শুধু ৮ থেকে ১৮ বছর বয়সীদের জন্য উন্মুক্ত।
  • একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।
  • ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।

নিয়মাবলি:

  • প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বরাদ্দকৃত সময় ১০ মিনিট।
  • সকল প্রশ্নের মান সমান। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না।
  • সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।
  • কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
  • চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।

কুইজের বিষয়:

শেখ রাসেলের জন্ম, দুরন্ত শৈশব, শিক্ষা জীবন, স্বপ্ন, ভ্রমণ, পছন্দ, খেলাধুলা, তাঁর উপর রচিত গ্রন্থ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্তসহ বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।

Check Also

প্রশংসাপত্র ওয়ার্ড ফাইল ফ্রি ডাউনলোড

এসএসসি বা এইচএসসি’র মত পাবলিক পরীক্ষার পর প্রশংসাপত্র প্রয়োজন হয়। আমরা চাইলে নিজেরাই এসব প্রশংসাপত্র …

One comment

  1. Good idea

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *