শিক্ষা প্রতিষ্ঠানে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে নিয়মিতভাবে শ্রেণি কার্যক্রম পরিচালনা মনিটরিং করে প্রতিদিন বেলা ৩ টার মধ্যে https://tinyurl.com/dshe-school-reopen এই লিংকে তথ্য প্রদান করতে হবে।
মনিটরিং চেকলিস্টের তথ্য নির্ভুলভাবে গুগল ফরমের মাধ্যমে প্রতিদিন তথ্য প্রদানের বিষয়টি প্রতিষ্ঠান প্রধান নিশ্চিত করবেন।
তথ্য প্রদানের ক্ষেত্রে কোন অবহেলা অথবা ব্যত্যয় দেখা গেলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
চেকলিস্টের পিডিএফ ফরম www.rashelsir.com এই সাইটে পাওয়া যাচ্ছে।
ধন্যবাদ স্যার
স্যার, EIIN no নাম্বারবিহীন প্রতিষ্ঠান কিভাবে রিপোর্ট প্রদান করবে।
EIIN এর জায়গায় 0 দিবে