মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারী স্কুলের শিক্ষকদের বিএড স্কেল আবেদন অনলাইনে করতে হয়। বিএড স্কেলের জন্য আবেদন করতে চাইলে মূলত যে কাগজ লাগবে তার মধ্যে অতি প্রয়োজনীয় কাগজগুলোর নমুনা কপি এখানে দেয়া হল।
এ আবেদনে যে সকল কাগজপত্র লাগবে তার তালিকা দেখুন-
প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অগ্রায়ন পত্রের নমুনা কপি-
পেশাগত দক্ষতা সনদের নমুনা কপি
সংশোধনী ফরম বা কারেকশন ফরমের নমুনা কপি-
শিক্ষক-কর্মচারী তথ্য ছক পৃষ্ঠা-১/২
শিক্ষক-কর্মচারী তথ্য ছক পৃষ্ঠা-২/২
উপরে উল্লিখিত বা প্রদর্শিত ফরমগুলোর এডিটেবল বা ওয়ার্ড ফাইল পেতে চাইলে ১০০ (একশত) টাকা bKash/Rocket/Nagad করুন 01819349159 এই নম্বরে আর WhatsApp এ আপনার Gmail ID দিন।