এসএসসি বা এইচএসসি’র মত পাবলিক পরীক্ষার পর প্রশংসাপত্র প্রয়োজন হয়। আমরা চাইলে নিজেরাই এসব প্রশংসাপত্র তৈরি করে ব্যবহার করতে পারি। এরকম একটি প্রশংসাপত্রের কপি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Rashel Sir এ পোস্ট করা হয়েছিল। আপনারা অনেকেই উক্ত প্রশংসাপত্রের ওয়ার্ড ফাইল অর্থাৎ এডিটেবল ফাইল বা কপি পেতে চেয়েছেন। আপনাদের সবার আগ্রহের ভিত্তিতে উক্ত প্রশংসাপত্রের MS Word File শেয়ার করা হল। আপনারা চাইলে ফ্রি তে এটি ডাউনলোড করে প্রয়োজনীয় এডিট করে ব্যবহার করতে পারবেন।
ডাউনলোড করার আগে জেনে নিন…
প্রশংসাপত্রের ফাইলটি ডাউনলোড করার পর যখন ওপেন করবেন তখন প্রয়োজন হলে Editing Option এনাবেল করে নিতে হবে। যদি ফন্ট ভেঙ্গে যায় অথবা ফন্ট ঠিকমত দেখা না যায় তবে কোথায় কোন ফন্ট ব্যবহার করা হয়েছে তা নিচের ছবি হতে দেখে নিন। অবশ্যোই লিগ্যাল সাইজের কাগজ ব্যবহার করতে ভুলবেন না।
এসএসসি প্রশংসাপত্র ডাউনলোড করুন
Beautiful